অফিসের নামঃ শিক্ষা অফিস ।
অফিস পরিচিতিঃ উপজেলা শিক্ষা অফিস, হরিরামপুর, মানিকগঞ্জ।
সেবা সংক্রান্ত বিবরণঃ
(১) বিনামূলে বই বিতরণ(২) এসএমসি ও পিটিএ গঠন/পুনগঠন (৩) উপবৃত্তির তালিকা প্রনয়ন (৪) টাইমস্কেল, এলপিআর/লাম্পগ্রান্ট, জিপিএফ থেকে চূড়ান্ত উত্তোলন, পাসপোর্ট করণের অনুমতি, শিক্ষকদের বদলির আবেদন (উপজেলার মধ্যে) নিষ্পত্তি। (৫) বার্ষিক গোপনীয় অনুবেদন/প্রতিবেদন পূরণ লিখন, তথ্য প্রদান ও সরবরাহ।